রাজশাহীতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কবির হোসেন (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও পাঁচ মাস কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিশেষ জজ আদালত-১ এর বিচারক মোসা. ইসমত আরা এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত কবিরের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় ঘুণ্টিঘর গ্রামে। রাজশাহীর বিশেষ জজ আদালত-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৬ সালের ৪ মার্চ ২০০ গ্রাম হেরোইনসহ কবির হোসেনকে গ্রেফতার করেছিল গোদাগাড়ী থানা পুলিশ। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়। পরে আদালতে মামলাটির বিচার শুরু হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

অ্যাডভোকেট শফিকুল ইসলাম আরও জানান, রায় ঘোষণার সময় আসামি কবির আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।