সৌদিতে নিহত বাংলাদেশিদের মরদেহ শনাক্ত হয়নি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কবলিত বাসটি আগুনে পুড়ে যায়

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কবলিত বাসটি আগুনে পুড়ে যায়

সৌদি আরবে নিহতদের মরদেহ শনাক্ত করতে পরিবারের সদস্যদের যোগাযোগের আহ্বান জানিয়ে কোনো সাড়া পায়নি জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। এ কারণে এখন পর্যন্ত কোনো মরদেহ শনাক্ত করা যায়নি।

সোমবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং-এর কর্মকর্তা বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত করা সম্ভব নয়। সেজন্য এখনও মরদেহগুলো স্থানীয় হাসাপাতালের হিমঘরে সংরক্ষিত আছে।

গত ১৬ অক্টোবর সন্ধ্যায় মদিনা থেকে মক্কা যাওয়ার পথে আল-আকহাল নামক স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনায় একটি বাস পুড়ে ছাই হয়ে যায়। এ দুর্ঘটনায় ৩৬ জন মারা যান। এর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।

রিয়াদ থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী ওই সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশিরা হলেন— মোক্তার, বেলাল, হুমায়ুন, নাছির, রুহুল আমিন, মনু মিয়া, হাকিম, সাকিব ও ফারুকসহ নাম না জানা আরও তিনজন।

ওই দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন এমন প্রবাসীদের পরিবারের সদস্য/ আত্মীয়/ বন্ধু-বান্ধব/ পরিচিতদের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অথবা রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।