রঙ মেশানো ২৭২ মণ ডাল জব্দ, লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রঙ মেশানো মুগ ডাল জব্দে অভিযান চলছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রঙ মেশানো মুগ ডাল জব্দে অভিযান চলছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজশাহীর পুঠিয়ায় ডালের সঙ্গে ক্ষতিকর রঙ মেশানোর দায়ে শান্ত এন্টারপ্রাইজের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৭২ মণ রঙ মেশানো মুগ ডাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় শান্ত এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। শান্ত এন্টারপ্রাইজের মালিকের নাম দিদার আলী। তিনি ওই এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

রুমানা আফরোজ জানান, শান্ত এন্টারপ্রাইজে মুগ ডালে ক্ষতিকর রঙ মেশানো হচ্ছিল। এ কারণে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ড না করার মুচলেকা নেয়া হয়।