রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজশাহী নগরীর ভদ্রা রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে বাবা ও শিশু কন্যার মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে জামালপুর বস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, বাবা-মেয়ে রেলক্রসিং পারাপারের সময় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে।

বিজ্ঞাপন

তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, শিশু কন্যাকে নিয়ে ওই ব্যক্তি হঠাৎ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন- রাজশাহী নগরীর ধরমপুর এলাকার কামরুজ্জামান রুবেল (৩০) ও তার আড়াই বছরের শিশু কন্যা রুমিয়া আক্তার।

রাজশাহী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মশিউর রহমান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে শিশু কন্যাকে কোলে নিয়ে রুবেল রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রুবেল মারা যায়। রুমিয়াকে উদ্ধার করে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, জিআরপি থানা পুলিশ নিহত বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।