দুই কোটি টাকা প্রতারণার অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

এএসএম আরিফুল হক, ছবি: সংগৃহীত

এএসএম আরিফুল হক, ছবি: সংগৃহীত

প্রতারণা করে দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাউথইস্ট ব্যাংকের রাজশাহী শাখার সাবেক ব্যবস্থাপক এএসএম আরিফুল হককে (৬৩) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের রাজশাহী সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। ব্যাংক কর্তৃপক্ষের দায়ের করা মামলায় সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী নগরীর সিপাইপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

অনিয়মের অভিযোগে এর আগে ব্যাংক কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছিল। এএসএম আরিফুল হক রাজশাহী মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক। তিনি রাজশাহীর মানুষের কাছে কবি আরিফুল হক কুমার হিসেবে পরিচিত।

দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপক থাকাকালে জাল কাগজপত্রকে সত্য দেখিয়ে ব্যবসায়ী রফিকুল ইসলামকে দুই কোটি পাঁচ লাখ টাকা ঋণ দেন আরিফুল হক। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ- ‘নিজে লাভবান হওয়ার জন্যই জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িয়েছেন আরিফুল হক।’

দুদক কর্মকর্তারা আরও জানান, ২০১৮ সালের শেষ দিকে সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে রাজশাহীর আদালতে দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন- এএসএম আরিফুল হক ও ঋণগ্রহীতা রফিকুল ইসলাম। ব্যবসায়ী রফিকুল ইসলাম নগরীর মাস্টারপাড়া এলাকার জেসারত মন্ডলের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

দুদকের রাজশাহী সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘দুদকের পক্ষ থেকে মামলাটি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে চার্জশিট দাখিল করা হয়। আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে মামলাটি বিভাগীয় বিশেষ জজ আদালতে প্রেরণ করেন।’

তিনি আরও বলেন, ‘মামলা দায়ের হওয়ার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। আরিফুল হক ভারতে পালানোর চেষ্টা করেছিলেন। এর মধ্যেই সোমবার দিবাগত রাতে বাড়ি ফেরার খবরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’