খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি ধর্মঘট প্রত্যাহার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা 
  • |
  • Font increase
  • Font Decrease

ধর্মঘটে ট্যাংকলরি চলাচল বন্ধ ছিল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ধর্মঘটে ট্যাংকলরি চলাচল বন্ধ ছিল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

খুলনা ও ফরিদপুরের ১৫ জেলায় চলমান ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ট্যাংকলরি শ্রমিকরা।

শুক্রবার (১১ অক্টোবর) বেলা ১২টা থেকে শ্রমিকদের এ ধর্মঘট প্রত্যাহার হয়। গত রোববার এক প্রতিবাদ সভায় এ কর্মসূচির ডাক দেয় শ্রমিক ও মালিক সমিতিসহ ৪টি সংগঠন। পরে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।

বিজ্ঞাপন

জানা যায়, আ. রহিম ও মো. সাঈদ নামে খুলনা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের দুই সদস্যর নামে মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নুর ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভায় জানানো হয়, আমাদের যে দু'জন সদস্য‌ের নামে মামলা ও চার্জশীট প্রদান করা হয়েছে আইনের মাধ্যমে তার সুষ্ঠু সমাধান করা হবে এমন আশ্বাসে আমাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।