খুলনায় মদ পানে ৫ জনের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

অতিরিক্ত মদ্যপানে নিহতরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

অতিরিক্ত মদ্যপানে নিহতরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

খুলনায় শারদীয় দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনের রাতে অতিরিক্ত মদ পানে পাঁচজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) গভীর রাতে মদ পানে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই একজনের মৃত্যু হয়। বাকি ৪ জন বুধবার (৯ অক্টোবর) সকালে বিভিন্ন সময় মারা যান।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- নগরীর গ্যালাক্সির মোড়ের সুজন শীল (২৬), গল্লামারীর প্রসেন‌জিৎ দাস (২৯), প্রসেনজিতের আপন ভাই তাপস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসা রাজাপুর এলাকার প‌রিমল।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল সূত্র‌ে জানা যায়, দুর্গাপূজার উৎসবে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন তারা। রাতেই অসুস্থ অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ও সকালে পাঁচজন মারা যায়। অতিরিক্ত মদ পান করায় আরও কয়েকজন অসুস্থ অবস্থায় মেডিকেলে ভর্তি আছেন।

খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. ওমর ফারুক বলেন, 'গতকাল বিভিন্ন সময়ে তারা মেডিকেলে ভর্তি হন। রাতে একজন মারা যান। সকালের দিকে আরও চারজন মারা যান। অতিরিক্ত মদ পানেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।