খুলনা ও ফরিদপুরসহ ১৫ জেলায় ট্যাংক-লরি ধর্মঘট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ধর্মঘটের কারণে গাড়িগুলো পার্ক করে রাখা হয়েছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ধর্মঘটের কারণে গাড়িগুলো পার্ক করে রাখা হয়েছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

খুলনা ও ফরিদপুরসহ ১৫ জেলায় দুই দিনব্যাপী ধর্মঘট পালন করছেন ট্যাংক-লরি শ্রমিকরা। বুধবার (০৯ অক্টোবর) সকাল ৮টায় এ ধর্মঘট শুরু হয়। গত রোববার এক প্রতিবাদ সভায় এ কর্মসূচির ডাক দেয় শ্রমিক ও মালিক সমিতিসহ চারটি সংগঠন।

জানা যায়, আবদুর রহিম ও মো. সাঈদ নামে খুলনা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের দুই সদস্যের নামে মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হলে লাগাতার ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়‌েছে।

বিজ্ঞাপন

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করীম কাবুল বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, বুধবার সকাল ৮টা থেকে ধর্মঘট কর্মসূচি চলছে। দাবি আদায় না হলে পরে আরো কর্মসূচি ঘোষণা করা হবে।