নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীকে বাংলাদেশ দূতাবাসের সংবর্ধনা

  • শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃহীত

নয়াদিল্লি থেকে: ভারতের রাজধানী দিল্লিতে সফরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পিতবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের মৈত্রী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী ও অনুষ্ঠানে আসা ভারতে দায়িত্বরত বিভিন্ন মিশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দূতাবাসের বাংলাদেশ ভবনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রেস সচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।