চাঁদাবাজির অভিযোগে খুলনায় গোয়েন্দা পুলিশের ৭ সদস্য বরখাস্ত

  • স্টাফ করেসপন্ডেস্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশ সুপারের কার্যালয়, ছবি: সংগৃহীত

পুলিশ সুপারের কার্যালয়, ছবি: সংগৃহীত

চাঁদাবাজি ও অভিযানের নামে হয়রানির অভিযোগে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই ও এএসআইসহ ৭ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোম্বর) দুপুরে বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

বিজ্ঞাপন

তিনি জানান, খুলনার চুকনগরে এসআই লুৎফর রহমান, এএসআই কে এম হাসানুজ্জামান, এএসআই শেখ সাইদুর রহমান, এএসআই গাজী সাজ্জাদুল ইসলাম, কনস্টেবল মো. কামরুজ্জামান বিশ্বাস, কনস্টেবল জামিউল হাসান ইমন, কনস্টেবল জুয়েল শেখ এই ৭ জনকে চাঁদাবাজি, অভিযানের নামে হয়রানি ও আর্থিক অনিয়মের অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

তিনি আরও জানান, ৩০ সেপ্টেম্বর তার নলেজে বিষয়টি আসার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন। এ অভিযানে ওসি পদমর্যাদার কেউ ছিলনা বলেও তিনি নিশ্চিত করেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।