দুই দিনের সফরে খুলনায় আসছেন রাষ্ট্রপতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

রাষ্ট্রপতি আবদুল হামিদ, ছবি: সংগৃৃহীত

রাষ্ট্রপতি আবদুল হামিদ, ছবি: সংগৃৃহীত

দুই দিনের সফরে খুলনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (১ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খুলনায় যাবেন বলে জানা গেছে।

সফরকালে বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় খুলনার খালিশপুরে অবস্থিত নৌঘাঁটি বানৌজা তিতুমীরে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। নৌঘাঁটি বানৌজা তিতুমীরের সার্বিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করা হবে। এ নতুন দিগন্তের সূচনালগ্নে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো নৌঘাঁটিতে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

খুলনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আগমন সফল করতে ইতোমধ্যেই নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে বুধবার দুপুরে খুলনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।

খুলনার জেলা প্রশাসকের দফতরে প্রেরিত রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়েছে।