বরিশালে ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা, ছবি: সংগৃহীত

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা, ছবি: সংগৃহীত

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাধনা রানি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাধনা রানি বরগুনা জেলার বেতাগী উপজেলার জোয়ার করুণা গ্রামের বাবুল চন্দ্র হাওলাদারের স্ত্রী।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাধনা। রোববার সকালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ জুলাই থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত বরিশাল শের–ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুই হাজার ৫১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই হাজার ৪৩৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। হাসপাতালটিতে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৭৩ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪০ জন পুরুষ, ১৪ জন নারী ও ১৫টি শিশু রয়েছেন।