খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুর রউফ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় শিশুসহ ১৫জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আসা রউফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকা থেকে স্বাস্থ্য অধিদফতরের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল খুলনায় এসে এডিসের লার্ভার উৎপত্তিস্থল নিয়ে জরিপ করেছে। মশার লার্ভা ও রোগীদের রক্ত পরীক্ষা করা হয়েছে। এখন আমাদের করণীয় ও আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করছে প্রতিনিধি দলটি। আগামী মাসের শেষ দিকে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে।