যুবলীগ নেতা শামীমের অফিসে মাদক ও টাকার স্তূপ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

যুবলীগ নেতা শামীমের অফিসে  টাকার স্তুপ

যুবলীগ নেতা শামীমের অফিসে  টাকার স্তুপ

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জিকে শামীমকে আটক করেছে র‌্যাব। রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার অফিস থেকে বিপুল পরিমাণে টাকা ও মাদক জব্দ করা হয়।

জিকে শামীম

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার শামীমকে আটক করা হয়। এর আগে বেলা ১২টা থেকে তার অফিসটি ঘিরে রাখে র‌্যাব সদস্যরা। এর পর ভেতরে অভিযান চালায় তারা।

বিজ্ঞাপন
টয়লেট থেকে উদ্ধারকৃত টাকার ব্যাগ

 

র‍্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাশেম জানান, জিকে শামীমের নিকেতনের অফিস থেকে প্রায় ১৬৫ কোটি টাকার এফডিআর নথি জব্দ করা হয়। এছাড়া ৭টি অস্ত্র, মার্কিন ডলার, নগদ দেড় কোটি টাকা উদ্ধার করা হয়। শুক্রবার ভোরে সুনির্দিষ্ট অভিযাগে অস্ত্রসহ শামীম ও তার ৭ দেহরক্ষী আটক করা হয়েছে। 

জিকে শামীমের বিরুদ্ধে টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।