খুলনায় নদী দখল, জি গ্যাসকে ১০ লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

এনার্জি প্যাক, ছবি: সংগৃহীত

এনার্জি প্যাক, ছবি: সংগৃহীত

খুলনার দাকোপ উপজেলার চুনকুড়ি ও পশুর নদ দখলের অভিযোগে এনার্জি প্যাকের জি-গ্যাস কোম্পানিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান। এ সময় পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

খুলনায় নদী দখল, জি গ্যাসকে ১০ লাখ টাকা জরিমানা

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান জানান, দুই নদের প্রায় ৯৩ শতক জমি দখল করে এলপিজি প্লান্ট নির্মাণ করেছে জি-গ্যাস। এটি এনার্জি প্যাক কোম্পানির একটি প্রতিষ্ঠান। নদী দখল করায় পরিবেশ আইনে তাদের ১০ লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।