শেবাচিমে ডেঙ্গু রোগীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ডেঙ্গু রোগে মৃত মজিবুর রহমান, ছবি: সংগৃহীত

ডেঙ্গু রোগে মৃত মজিবুর রহমান, ছবি: সংগৃহীত

বরিশালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরগুনা রাইফেলস ক্লা‌বের সাধারণ সম্পাদক মজিবুর রহমান (৫৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি শুক্রবার (৯ আগস্ট) দুপুরে বার্তাটোয়েন্টিফোর.কম-কে নি‌শ্চিত করেছেন শেবাচিমের প‌রিচালক ডাক্তার মো. বা‌কির হোসেন।

বিজ্ঞাপন

‌তি‌নি জানান, মজিবুর রহমান বরগুনা থে‌কে ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত হ‌য়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে শেবা‌চিম হাসপাতা‌লে ভ‌র্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে শেবাচিমে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩।

পারিবারিক সূত্রে জানা যায়, জ্বরে আক্রান্ত হলে গত ৫ আগস্ট বরগুনা জেলা রাইফেলস ক্লাবের সম্পাদক মজিবুর রহমান মোল্লাকে বরগুনা সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

এর পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে শেবাচিমে ভর্তি করা হয়। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ৩ নং ফুলঝুরি ইউনিয়নের রোডপাড়া গ্রামে।