খুলনায় অ্যামোনিয়া গ্যাসের লাইন লিকেজ, শিশুসহ অসুস্থ ১৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সী ফুড ফ্যাক্টরি, ছবি: বার্তা২৪

সী ফুড ফ্যাক্টরি, ছবি: বার্তা২৪

খুলনায় একটি সী ফুড ফ্যাক্টরিতে অ্যামোনিয়া গ্যাসের পাইপ লিকেজ হয়েছে। এতে শিশুসহ ১৪ জন অসুস্থ হয়ে পড়ে।

রোববার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে খুলনার রূপসার এটলাস সী ফুডে এ লিকেজের ঘটনা ঘটে। পাইপ লিকেজ হওয়ার পরপরই এলাকায় অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়লে আশপাশের মানুষজন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদেরকে উদ্ধার করে খুমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/15/1555268145774.jpg

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক আবুল হোসেন বার্তা২৪.কম-কে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'রূপসার এটলাস সী ফুডে পাইপ লিকেজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। অসুস্থরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।'

খুমেকের চিকিৎসকরা জানান, অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে অসুস্থদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। বিকল্প অক্সিজেন দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। অসুস্থরা দ্রুত সেরে উঠবে।