শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক ২৪ এমপির গাড়ি নিলামে
শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের পর ২৪ জন সাবেক সংসদ সদস্যের গাড়ি নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার (২৬ জানুয়ারি) থেকে এই অনলাইন নিলাম শুরু হবে এবং ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম জানান, টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার গাড়িগুলো নতুন কার শেডে রাখা হয়েছে। ২-৪ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহী দরদাতারা এসব গাড়ি পরিদর্শন করতে পারবেন। যে কেউ এই নিলামে অংশ নিতে পারবেন।
কাস্টমসের তথ্যমতে, প্রথম নিলামে ৬০ শতাংশ বা তার বেশি দরদাতা গাড়িগুলো কিনতে পারবেন। প্রতিটি গাড়ির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ৮০ লাখ টাকা। ২৫ শতাংশ করসহ চূড়ান্ত মূল্য হবে ৭ কোটি ২৫ লাখ টাকা।
গাড়িগুলো আমদানি করেছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাদিক, ময়মনসিংহ-৭ আসনের সাবেক এমপি এ বি এম আনিসুজ্জামান, আওয়ামী লীগের সাবেক এমপি মজিবুর রহমান, জান্নাত আরা হেনরী, তারানা হালিম, মুহাম্মদ সাইফুল ইসলাম, নাদিয়া বিনতে আমিনসহ আরও অনেকে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এসব গাড়ি আমদানিতে সাবেক এমপিরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত পরিশোধ করেছিলেন। শুল্ক-করসহ মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ টাকা।
উপকমিশনার সাইদুল ইসলাম আরও জানান, শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত প্রতিটি গাড়িতে আয়কর বাবদ সরকার ৪ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ টাকা রাজস্ব পেয়েছিল। তবে নিলামে প্রতিটি গাড়ি বিক্রি হলে সরকার প্রায় ৭ কোটি টাকা রাজস্ব পাবে।