বিজিবির অভিযানে ৬ ভারতীয় মহিষ আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতীয় মহিষ আটক/ছবি: সংগৃহীত

ভারতীয় মহিষ আটক/ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল দেন। অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় বিজিবি নিয়মিত বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করে।

বিজিবির একটি বিশেষ টহলদল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সীমান্ত পিলার ১৯/৫-এস হতে আনুমানিক ১৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় অবৈধ ও চোরাচালানের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৬টি ভারতীয় মহিষ আটক করা হয়। আটককৃত মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা তৎপর রয়েছে। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।