নৈরাজ্য বন্ধ না হলে ফের মাঠে নামবো: জামায়াতের আমির

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ডা.শফিকুর রহমান / ছবি: সংগৃহীত

ডা.শফিকুর রহমান / ছবি: সংগৃহীত

জামায়াতের আমির ডা.শফিকুর রহমান বলেছেন, নৈরাজ্য বন্ধ না হলে শহীদদের রক্ত ছুঁয়ে করা কসমের মর্যাদা রাখতে ফের মাঠে নামবে জামায়াত।

এ সময় দেশবাসীকে রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর তাজহাট থানা শাখার আয়োজনে পথসভায় তিনি এ কথা বলেছেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের জন্য কেবল ক্ষমা চাইলেই হবে না, প্রত্যেকটি খুনের বিচার হতে হবে। খুনিদের কোনো ক্ষমা করা হবে না।

বিজ্ঞাপন

বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলদারি ও মামলা বাণিজ্যের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, এসব বন্ধ না হলে ফের আন্দোলনে নামবে জামায়াত।

এর আগেও রংপুর বিভাগে একাধিক পথসভা হলেও জুলাই বিপ্লবের টার্নিং পয়েন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রথমবার কোন সমাবেশ সফল করলেন দলটি। এজন্য বিকেল থেকেই বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও শাখা থেকে কর্মী সমর্থকরা জড়ো হতে থাকে আবু সাঈদ চত্বরে। প্রধান অতিথির বক্তব্যের আগেই সভাস্থল পূর্ণ হয় কানায় কানায়।

উল্লেখ্য, এই সফরে রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুরে আরও দুটি কর্মীসভায় বক্তব্য রাখার কথা রয়েছে দলটির শীর্ষ এই নেতার।