সাংবাদিকের কার্ড ঝুলিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন দুই নারী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গার ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে এই দুই নারী গলায় দৈনিক সরেজমিন ও চ্যানেল এস টিভির কার্ড ঝুলিয়ে মাদক নিয়ে যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে গ্রেফতার হন।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, বরিশাল বেতাগী থানার বেতাগী গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিয়া বেগম ও বাগেরহাটের কচুয়া থানার মো: সোহাগের স্ত্রী মারিয়া বেগম।

এঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে মাদকের চালান ভাঙ্গায় ঢুকবে। এজন্য সন্ধ্যার পর থেকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়।

বিজ্ঞাপন

পরে রাত ৯টার দিকে সাদা একটি মাইক্রোবাস থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি পুলিশের চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে । পুলিশ তাদের ধাওয়া করলে গাড়িটি ভাঙ্গার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় থেকে আটক করতে সক্ষম হয়।

এই সময় গাড়ির চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশী করে ৬ প্যাকেটে ১৫ কেজি গাজা, ৩ টি মোবাইল ও একটি নোয়া গাড়িসহ দুই নারীকে গ্রেফতার করে থানায় আনা হয়।

ওসি আরো জানায়, গাড়িটি তল্লাশীর সময়ে গ্রেফতার দুই নারী পুলিশের কাছে সাংবাদিক পরিচয় দেয়। তাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা ভূয়া সাংবাদিক । তারা দু'জন ঢাকার সাইনবোর্ড থেকে ১৫ কেজি গাজাঁ নিয়ে ভাঙ্গায় নিয়ে আসছিল।

তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে। আটক দুই নারীকে মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হবে।