অন্তঃকোন্দলের জেরে পল্লবীতে ‘ব্লেড বাবু’কে কুপিয়ে হত্যা
রাজধানীর পল্লবী থানাধীন সিরামিক রোডে একই গ্রুপের অন্তঃক্রোন্দলের জেরে মো. বাবু ওরফে ব্লেড বাবুকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশনের সিরামিক রোডের বঙ্গবন্ধু কলেজের পাশে নতুন রাস্তার মুখে চাপাতি, সুইচ চাকু ও ইট দিয়ে থেঁতলিয়ে আহত করা হয় বাবুকে।
পরে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে স্থানীয় খ্রিষ্টান হাসপাতালে, পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রমজান নামে আরও একজন আহত হন।
পল্লবী থানা পুলিশ বলছে, নিহত ‘ব্লেড বাবু’র বাবার নাম মুস্তাকিম। মিরপুর-২ নম্বরের ৬০ ফিট ছাপরা মসজিদ এলাকায় তার বাসা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সোমবার সন্ধ্যায় বাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
তিনি বলেন, আমরা শুনেছি বাবুকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। তবে সে মারা গেছে আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
রাত পৌনে ৮টায় এ বিষয়ে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাবাহ বলেন, ব্লেড বাবু নিজেই সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যা, সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অভিযোগে রয়েছে একাধিক মামলা। এই ঘটনায় রাজন (৩৫), রনি (২৬), মুরাদ (৩০), তুফান (২৭) ও সাইফুল (২৪) জড়িত বলে জানতে পেরেছি। অজ্ঞাতপরিচ আরো ৩/৪ জন সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই একই গ্রুপের।
হত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন, যতটুকু জেনেছি, ছিনতায়ের মালামাব বা টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের গ্রুপের মধ্যে আজ বিকেলে অন্তঃক্রোন্দল দেখা দেয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই আবু সাবাহ বলেন, ব্লেড বাবুকে অন্তঃক্রোন্দলের জেরে বিকেলে পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশনের সিরামিক রোডের বঙ্গবন্ধু কলেজের পাশে নতুন রাস্তার মুখে চাপাতি, সুইচ চাকু, ইট দিয়ে থেঁতলে আহত করে গ্রুপের অন্যরা। কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলা দায়েরের প্রস্তুতি চলছে উল্লেখ করে আবু সাবাহ বলেন, এঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। মামলা দায়েরের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।