চাঁদপুরে পুলিশ পরিচয়ে ছিনতাই, আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে রাস্তায় অটোরিক্সার গতিরোধ করে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে। ছিনতাই কাজে ব্যবহারিত সিএনজি উদ্ধার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) এসআই মো. জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্সসহ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অভিযান পরিচালনা করে মোঃ শান্ত (২৩) নামে একজনকে আটক করে।

সে রায়পুর উপজেলা উত্তর চরপাতা গ্রামের কালিয়া পুরান মুন্সি বাড়ির বিল্লাল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ জানুয়ারি সোমবার রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার চতুরা এলাকার আজিম বাড়ির ব্রিজের উপর অটোরিক্সা চালককে পুলিশ পরিচয়ে দাঁড় করিয়ে গাড়ি তল্লাশির নামে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ছিনতাইয়ের শিকার অটোরিক্সা চালক সবুজ ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, আটকৃত আসামিকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তার সাথে থাকা সহযোগী পলাতক। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।