সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি
  • |
  • Font increase
  • Font Decrease

নবজাতকের লাশ উদ্ধার/ছবি: সংগৃহীত

নবজাতকের লাশ উদ্ধার/ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীর তীরে নবজাতকটির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন। নবজাতকের বয়স আনুমানিক পাঁচ দিন হবে। কিছু দিন আগে পাঁচ দিনের এক নবজাতককে দপদপিয়া সেতুর ওপর থেকে কীর্তনখোলা নদীতে ফেলে দিয়েছেন তার মা। হয়তোবা সেই নবজাতকটি হবে।

বিজ্ঞাপন

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার বয়স আনুমানিক পাঁচ দিন হবে।

এর আগে গত ১৫ জানুয়ারি দুপুরে পাঁচ দিনের নবজাতককে দপদপিয়া সেতুর ওপর থেকে কীর্তনখোলা নদীতে ফেলে দিয়েছেন তার মা ঐশী আক্তার। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় লোকমুখে জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে শারীরিক অসুস্থতা ও বিষণ্নতার কারণ দেখিয়ে নবজাতকের মা ঐশি আক্তারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেছেন তার স্বজনরা। যদিও ভর্তি রেজিস্ট্রারে কৌশলে তার নাম রাবেয়া উল্লেখ করে লিপিবদ্ধ করা হয়েছে। তার স্বামীর নাম সোহেল আহমেদ। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার হিসেবে কর্মরত আছেন।