রামগঞ্জে নিখোঁজের চার দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের চার দিন পর সোনাপুর পানিয়ালা চিতৌশী খালের শামার পোলের গোড়া সংলগ্ন স্থান থেকে মোরশেদ আলম নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মোরশেদ আলম (৬৫) পৌরসভার ৪নং কলচমা গ্রামের মান্দারি বাড়ির মৃত জবুলাক মিয়ার বড় ছেলে।

বিজ্ঞাপন

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি যথারীতি বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না যাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে খোঁজ নিয়ে না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিবার।

সোমবার সকাল ১০টার দিকে স্বজনরা বাড়ির পাশে শামার পোলের গোড়া সংলগ্ন সড়কের পাশে ব্যবহৃত মোবাইল ফোনটি দেখতে পেয়ে পানিতে তল্লাশি করে ঝোপের আড়ালে নিখোঁজ মোরশেদ আলমের লাশ দেখতে পান। নিখোঁজ ব্যক্তির লাশ দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন আসতে থাকে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত মোরশেদ আলমের ছোট ভাই জহির মিয়া জানান, বৃহস্পতিবার তিনি স্বাভাবিকভাবে বাসা থেকে বের হন। পরে তিনি বাড়িতে না আসায় আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। আমার ভাইয়ের সাথে কারো কোন সমস্যা হয়নি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সোমবার পানিয়ালা চিতৌশি খালের পাশে শামার পোলের গোড়ার কাছে (৬৫) বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত মোরশেদ আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।