কোনো স্বৈরাচারের দোসর বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না: ড. হাছানাত আলী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে নাছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে নাছবি: সংগৃহীত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন, আজকে যখন দেখি হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায়, ৪৩ জন এমপি একটি পরিবারের। যখন তাদের সমস্ত পা থেকে মাথা পর্যন্ত চোর বলে আখ্যায়িত হয়। ঠিক সেই সময় গত ৫৭ বছরের জীবনে তন্ন তন্ন করে খুজেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুধুমাত্র স্যালারি একাউন্ট ছাড়া, একটিও ব্যাংক একাউন্ট আমি খুজে পাইনি।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহিদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি কতৃক আয়োজিত জনতার জিয়া- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আজকে পত্রিকায় দেখছিলাম শেখ পরিবারের সবাই চোর, এটি আমার কথা নয়, পত্রিকার হেডলাইন বললাম। আমি রাজনীতি করছি না, পত্রিকার কথা বলছি। আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করেন আজকে আপনাদের কয়টি ব্যাংক একাউন্ট একবার চিন্তা করে দেখেছেন? যে নেতার গাবতলীর একটি বাড়ি ছাড়া অন্য কোন সম্পত্তি ছিল না, আজকে আপনার সম্পত্তি কত গুণ চিন্তা করে দেখেছেন।

হাছানাত আলী আরও বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার জন্মদিনে ঘোষণা দিচ্ছি কোন বিল ঝিল খাল নদী নলায় নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে না। নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে এই নওগাঁ শহরে। গত ১৩ ও ১৪ তারিখে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করেছি, বিশ্ববিদ্যালয় এই শহরের উপকণ্ঠে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করার আগে আপনাদের নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আপনাদের নেতা বলেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবীদের বাংলাদেশ গড়তে চেয়েছেন। নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে তারাই শিক্ষক হিসেবে জয়েন করবে যারা স্ব স্ব ক্ষেত্রে সবচেয়ে বেশি মেধাবী। এখানে যারা শিক্ষক হবে, মেধাবীরা হবে, তার রং সাদা না কালো সেটি বিচার করা হবে না, তবে তবে কোন স্বৈরাচারের দোসর এই বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেনা। তার নিশ্চিয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। মেধাবীদের বাংলাদেশ গড়ার জন্য ১৫৮১ জন তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমি কথা দিচ্ছি নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয়।

নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, যুগ্ম আহ্বায়ক এস.এম রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, নওগাঁ জেলা মহিলাদলের সভাপতি শামিমা পারভীন পলিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।