গাইবান্ধায় জুলাই বিপ্লবে আহতদের অধিকার নিশ্চিতে ব্যবস্থা নেবে প্রশাসন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় জুলাই বিপ্লবে আহতদের ন্যায্য অধিকার নিশ্চিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে গাইবান্ধার প্রশাসন।

রোববার (১৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গাইবান্ধায় আহতদের সাথে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভায় এই আশ্বাস দেন জেলা প্রশাসক চৌধুরি মোয়াজ্জম আহমদ।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বলেন, "আহতদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা যথাসাধ্য ব্যবস্থা নেব। তাদের চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।"

এতে জেলা প্রশাসক চৌধুরি মোয়াজ্জম আহমদ ছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকার। এছাড়া প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এবং জুলাই বিপ্লবে আহত প্রায় ৩০ জন ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসময় জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল করিম সরকার বলেন, "জুলাই বিপ্লব ছিল একটি ন্যায়সংগত আন্দোলন, যেখানে আহতরা নিজেদের জীবন বাজি রেখে অংশ নিয়েছিলেন। রাষ্ট্রের উচিত তাদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা।" তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং প্রশাসনের প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের দাবি করেন।

এরআগে সভার শুরুতে আহতরা তাদের আন্দোলনের অভিজ্ঞতা, শারীরিক ও মানসিক ক্ষত এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা চিকিৎসা সুবিধা, পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আন্দোলনে অংশগ্রহণের কারণে তারা শিক্ষাগত ও কর্মক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন বলেও কেউ কেউ অভিযোগ তোলেন।