এসকে সুরের বাসায় দুদকের অভিযান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরী

সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরী

দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ জানুয়ারি) ধানমন্ডিতে তার বাসায় অভিযান পরিচালনা করে দুদক টিম, এবং অভিযানে এখন পর্যন্ত ১৭ লাখ ২৫ হাজার টাকা নগদ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

দুদক পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে ধানমন্ডিতে সিতাংশু কুমার সুর চৌধুরীর বাসায় অভিযান চলছে। অভিযানে দুদক টিম ১৭ লাখ ২৫ হাজার টাকা নগদ উদ্ধার করেছে, এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির একটি সূত্র।

গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন