‘রমজানের পণ্য আমদানিতে প্রয়োজনীয় ডলার সরবরাহ করা হবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

রমজানের পণ্য আমদানিতে প্রয়োজনীয় ডলার সরবরাহ করা হবে

রমজানের পণ্য আমদানিতে প্রয়োজনীয় ডলার সরবরাহ করা হবে

রমজানের পণ্য আমদানিতে প্রয়োজনীয় ডলার সরবরাহ করা হবে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ‘রমজানের বাজারের সঙ্গে বাংলাদেশ ব্যাংক সরাসরি যুক্ত নয়, তবে রমজানের পণ্য আমদানিতে প্রয়োজনীয় ডলার সরবরাহ করা হবে।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর কোতোয়ালী এলাকায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার সম্মেলন কক্ষে আয়োজিত চট্টগ্রামে ২০২৪-২৫ অর্থবছরের ২য় ষাণ্মাসিকের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ও বিনিময় হার বিষয়ক সভায় মো. হাবিবুর রহমান এসব কথা জানান। তার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাখার নির্বাহী পরিচালক মো. এজাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক এবং ব্যাংকিং খাতের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এস এম শোহরাবুদ্দীন বলেন, রমজান মাসে অতিরিক্ত টাকা বাজারে না আসার জন্য নীতিগত ব্যবস্থা প্রয়োজন।

বিভিন্ন ব্যাংক প্রতিনিধিরা বলেন, কৃষি ঋণের সুদহার ১২ শতাংশ হওয়ায় কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, ফলে পণ্যের দামও বাড়ছে। লবণ শিল্পের জন্য ৪ শতাংশ হারে ঋণ সুবিধা থাকলেও তা অনেকেই জানেন না। সরকারি প্রতিষ্ঠানগুলোর শুধু ভ্যাট-ট্যাক্স নয়, মুনাফার বিষয়েও নজর দেওয়া উচিত।

বিজ্ঞাপন

ব্যবসায়ী প্রতিনিধিরা তৈরি পোশাক খাতে উৎপাদন খরচ বৃদ্ধি, রফতানি মূল্য ও নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা প্রসঙ্গে আলোচনা করেন। তারা এসএমই ঋণ বিতরণ বাড়ানোর ওপর জোর দেন।

সভায় বক্তব্য দেন বিজিএমইএ সদস্য এম মহিউদ্দীন চৌধুরী, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক সাইফুল আজিজ, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক শামীম রেজা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতিনিধি শামীম ইকবাল, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিনিধি ও অন্যান্য ব্যাংক কর্মকর্তারা।