বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে হায়দার আলী (৩৫) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুণ পাল এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত হায়দার আলী রাঙ্গামাটির চন্দ্রঘোনা রাইখালি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খন্তাকাটা এলাকার মৃত লতিফুর রহমানের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যা মামলাটি প্রমাণিত হওয়ায় আদালত আসামি হায়দার আলীকে দণ্ডবিধি ৩০২ ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ড দেওয়া হয়। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে রাঙামাটির বাঙ্গালহালিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে রিজিয়া পারভিন রুপার সঙ্গে বিয়ে হয় একই জেলার রাইখালি ইউনিয়নের হায়দার আলীর। পরে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যান রিজিয়া। সেখান থেকে ২০২১ সালের ৭ আগস্ট বিকাল সাড়ে ৪টায় বাঙ্গালহালিয়া চাচির বাড়ি যাওয়ার কথা বলে ঘর থেকে বাইর হন তিনি। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

পর দিন ৮ আগস্ট বান্দরবান-রাঙামাটি সড়কের বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ওইদিনই রিজিয়ার কথিত সাবেক প্রেমিক কাজল হোসেনের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা করেন। তবে তদন্তে পুলিশ রাজিয়ার হত্যাকাণ্ডে স্বামী হায়দারের সম্পৃক্ততা পান। বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত আসামিকে মৃত্যুদণ্ড দেন।