ঝিনাইদহে বয়লার বিস্ফোরণ, নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণ, নিহত ২

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণ, নিহত ২

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কাঠের কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)। তারা দুইজন ওই কারখানায় মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ওই কারখানার বয়লারে তাপ দেয়া হচ্ছিলো। এ সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মিল্টন ও রাম কুমার মারা যান। এছাড়া অপর দুইজন শ্রমিক আহত হন। পরে আহতদের উদ্ধার করে যশোরে মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, বয়লারে অতিরিক্ত তাপ দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।