চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ভারতীয় চালের দ্বিতীয় জাহাজ, খালাস শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা আরও ২৭ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি এসডিআর ইউনিভার্স’। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের দ্বিতীয় চালান। ইতি মধ্যে জাহাজটি চাল খালাস শুরু করেছে।

রোববার (১২ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে। পরে বেলার ১১টার দিকে বন্দরের ১০ নম্বর জেটিতে ভিড়ে এই জাহাজ।

বিজ্ঞাপন

এসব তথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।
তিনি বলেন, ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান ভোরে চট্টগ্রাম বন্দর এসেছে। এবার প্রায় ২৭ হাজার টন চাল ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দরে ‘এমভি এসডিআর ইউনিভার্স’ নামের বাল্ক ক্যারিয়ার নিয়ে আসে। পরে সেটি বেলা ১১টায় ১০ নম্বর জেটিতে ভিড়েছে। এবং সন্ধ্যা ছাড়ে ৬টা থেকে চাল খালাস শুরু হয়েছে। এসব চাল খালাস করতে ৮-৯ দিন সময় লাগতে পারে।

এর আগে, গত ২৫ ডিসেম্বর প্রথম দফায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে ‘এমভি তানাইস ড্রিম’। এটি ছিল অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। জাহাজের চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে চাল খালাস শেষ হয়।

বিজ্ঞাপন