নওগাঁ সীমান্তে বিএসএফের বেড়া, বিজিবির বাধায় বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ হল বিএসএফের কাঁটাতারের বেড়া। তবে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল আছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে বিএসএফের কাজ বন্ধ করে দেয় নওগাঁ ১৪ বিজিবি।

বিজ্ঞাপন

নওগাঁর ১৪-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন এসব তথ্য
নিশ্চিত করেছেন।

তিনি জানান, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় ৬'শ গজের মধ্যে দুদেশের কোনো বেড়া নেই। আজ সকালে হঠাৎই বিএসএফ'র একটি দল ওই সীমান্ত এলাকায় তারকাঁটা বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী দুদেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুদেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙ্গে কাঁটাতার নির্মাণ করতে আসে৷ জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা।

বিজ্ঞাপন