মোহাম্মদপুরে পুরাতন বাড়ি ভাঙার সময় চাঁদা দাবি, থানায় অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুরে পুরাতন বাড়ী ভাঙার সময় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে চাঁদার জন্য ঠিকদারকে হুমকি দিয়ে গেছে কিশোর গ্যাং চক্রের সদস্যরা। এ সময় ভবন ভাঙ্গার কাজে শ্রমিকদের মারধর করে বের দেয় তারা।
সোমবার (৬ জানুয়ারী) সকাল ১১ টায় সাত মসজিদ হাউজিং ২ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঠিকাদার মো. রহিম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে সাত মসজিদ হাউজিং এলাকায় ১৫-২০ জনের একটা দল দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে মহড়া দিয়ে একটি বাড়ীতে ঢুকে। এ সময় বাড়ী ভাঙার কাজ করা শ্রমিকদের মারধর করে বের করে দেওয়া হয়। প্রকাশ্যে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে কিশোর গ্যাং এর এমন মহড়ার পর পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
ভূক্তভোগী ঠিকাদার মো. রহিম জানান, আমি গত ২৭ ডিসেম্বর মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং এলাকার ২ নম্বর রোডে একটি পুরাতন বাড়ী ক্রয় করি। সেই বাড়িটি গতকাল (রবিবার) ভাঙার কাজ শুরু করি। আজকে সকাল ১১ টার দিকে কিশোর গ্যাং চক্রের মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী বাবু ওরফে তেরেনাম বাবু'র নির্দেশে সোহেল ওরফে ইয়াবা সোহেল,ডিশ শাহিন ও তোঁতা মিয়া সহ ১৫-২০ জনের একটি দল রাম-দা,চাপাতি,সামুরাই ও দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে এসে ২ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি দিয়ে যায়। এ সময় বাড়ী ভাঙ্গার কাজে থাকা শ্রমিকদের মারধর করে বের করে কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় আমি সাথে সাথে মোহাম্মদপুর থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, এ ঘটনায় আমি ঘটনাস্থলে অফিসার পাঠাচ্ছি। বিস্তারিত খোঁজ খবর নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।