নীলফামারী জেলা কারাগারে আসামির মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নীলফামারী জেলা কারাগারে জাহিদুল ইসলাম (৪০) নামে এক অভিযুক্ত আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে অসুস্থ অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত জাহিদুল ইসলাম (৪০)  ডিমলা উপজেলার নওশাদ আলীর ছেলে। তিনি একটি বিচারাধীন মাদক মামলায় অভিযুক্ত আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন।

কারাগার সুত্রে জানায়, জাহিদুল ইসলাম মাদক মামলায় গ্রেফতার হয়ে গত দুইমাস আগে কারাগারে আসেন। শ্বাসকষ্ট ও এজমা রোগ জনিত কারনে প্রায় ১০ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সোমবার সকালে অবস্থার অবনতি হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, তিনি বিচারাধীন একটি মাদক মামলায় কারাগারে ছিলেন। কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কারাগার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।আজ সকালে অবস্থার অবনতি হলে আমরা তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।