নরসিংদীতে বাহারি রকমের পিঠা উৎসব

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

নরসিংদীতে বাহারি রকমের পিঠা উৎসব

নরসিংদীতে বাহারি রকমের পিঠা উৎসব

ইংরেজী নববর্ষ উপলক্ষে বাঙালির হাজার বছরের ঐতিহ্য বাহারি রকমের পিঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নরসিংদীতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উৎসবে কলেজের শিক্ষার্থীদের উপস্থাপনায় বাঙালির ঐতিহ্য চিতই পিঠা, তেলের পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা, ফুলপিঠা, তিলেরপিঠা, পাটিশাপটা পিঠাসহ শত রকমের পিঠা পরিবেশন করা হয়। এই উৎসবকে ঘিরে নিজ নিজ স্টলগুলোকে রং বেরংয়ের কাগজ দিয়ে বাহারি সাজে সজ্জিত করা হয়েছে।


দিনব্যাপী উৎসব শেষে কলেজের অধ্যক্ষ নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, পরিচালক আব্দুল বাতেন, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিকসহ কলেজের শিক্ষকরা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন