নববর্ষে ৯৯৯- এ শব্দদূষণের হাজারের বেশি অভিযোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নতুন বর্ষবরণ উদযাপনের উচ্চশব্দে গান-বাজনা, হৈ-হুল্লোড়, আতশবাজিসহ শব্দদূষণ প্রতিকারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ হাজারের বেশি কল পেয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

বিজ্ঞাপন

তিনি জানান, গত রাতে ইংরেজি নববর্ষ উদযাপন করতে গিয়ে শব্দদূষণের ঘটনায় প্রায় ১২০০ কল এসেছে। এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি কল এবং দেশের বিভিন্ন স্থান থেকে ৭৯৮টি কল এসেছে।

প্রতিটি ক্ষেত্রে 'জাতীয় জরুরি সেবা ৯৯৯' এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয়।

অপরদিকে ঢাকার ধানমন্ডীর ল্যাব এইডের পাশে স্বপ্ন শপিং-মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়। তবে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি অগ্নি-নির্বাপক দল রওনা দিলেও তারা পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এঘটনায় কোন ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন