কিশোরগঞ্জে শৈত্য প্রবাহ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জে শৈত্য প্রবাহ

কিশোরগঞ্জে শৈত্য প্রবাহ

নতুন বছরের প্রথম দিনই শৈত্য প্রবাহ বিরাজ করছে কিশোরগঞ্জে। শীত এবং ঘন কুয়াশায় ছেয়ে আছে প্রকৃতি। রাস্তায় যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

বুধবার (১ জানুয়ারি) জেলার নিকলীর তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস। নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আখতার ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ বুধবার সকালে নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ১০টা বেজে গেলেও সূর্যের দেখা মেলেনি। ভোর থেকে কুয়াশা বেশি পড়ছে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শুক্রবার পর্যন্ত ঘন কুয়াশা থাকবে।

তীব্র শীতে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। শীতবস্ত্রের অভাবে অসহায় দরিদ্র মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ জেলার সবগুলো বাজারে শীতবস্ত্রের দোকানে মানুষের ভিড় বেড়েছে। যাদের সামর্থ্য আছে তারা শীতের কাপড় কিনছেন৷ ফুটপাতের ভাসমান দোকানগুলোতে সাধারণ মানুষকে কেনাকাটা করতে দেখা যায়৷