কক্সবাজার সমুদ্র সৈকতে পঁচিশের প্রথম সূর্যোদয়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

কক্সবাজার সমুদ্র সৈকতে পঁচিশের প্রথম সূর্যোদয়, ছবি: বার্তা২৪

কক্সবাজার সমুদ্র সৈকতে পঁচিশের প্রথম সূর্যোদয়, ছবি: বার্তা২৪

বিদায় নিয়েছে ২০২৪ সাল। থার্টি ফার্স্ট নাইট পেরিয়ে এলো ২০২৫ সাল। নতুন উদ্দীপনা ও প্রেরণার ঝুলি নিয়ে বিশ্বের দরবারে হাজির নতুন বছর। 

বুধবার (১ জানুয়ারি) সকালের প্রথম সূর্যোদয় দেখার জন্য বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত কক্সবাজারের পাড়ে সমাগম হয়েছিলো পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীদের। 

বিজ্ঞাপন

পুরনো বছরের গ্লানি ও আক্ষেপ ভুলে শান্তিময় সুন্দর আগামীর প্রত্যাশায় প্রথম সূর্য দেখে নতুন বছরের শান্তির বার্তা দিয়েছেন তারা। 


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে লক্ষ পর্যটকের সমাগম হয়েছিল। তারা নানা আয়োজনে ২০২৪ সালকে বিদায় দিয়ে ২০২৫ সালকে বরণ করেছেন।

বিজ্ঞাপন

যদিও গেল কয়েকবছর ধরে নিরাপত্তার কারণ দেখিয়ে পর্যটন নগরীতে বন্ধ রয়েছে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ।