বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার(২৭ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম আবু সাঈদ (৩৩)। তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। নিহত আবু সাঈদ অটোভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন। এছাড়াও তিন চার মাস হলো তিনি জমি কেনা বেচা ও বালুর ব্যবসাও শুরু করেছিলেন। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।

বিজ্ঞাপন

নিহত আবু সাঈদ এর ভাই রিপন জানান, শুক্রবার রাত ১২টার পর কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে বের করে। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাঈদের বাবা ইউসুফ আলী জানান, সারে ৫ শতক জায়গা ছিল। সেটা নিয়ে মামলা ছিল এবং তা নিষ্পত্তি হয়ে গেলেও টাকা পাওয়া যায়নি। তবে আমার ছেলেকে কি কারণে কারা হত্যা করেছে তা এখনও বুঝতে পারছি না। আমরা আমার ছেলে হত্যার বিচার চাই।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, আবু সাঈদ হত্যা নিয়ে এখনও কিছু জানতে পারিনি। আমাদের একাধিক টিম এ নিয়ে কাজ করছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।