ছেলের মৃত্যু শোক সইতে না পেরে মারা গেলেন বাবা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদপুরে এমভি আল-বাখেরা জাহাজে হত্যাকাণ্ডের শিকার সজিবুল ইসলামের বাবা দাউদ মোল্লা ছেলের নির্মম মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন। ছেলের শোকে বাবার এমন মৃত্যুর ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে তিনি স্ট্রোক করে মারা যান। মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ীয়া ইউনিয়নের বাসিন্দা দাউদ মোল্লা। 

বিজ্ঞাপন

সজিবুলের মামা আহাদ সরদার শুক্রবার সকালে দাউদ মোল্যার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে চলছে শোকের মাতম। স্বজনরা জানান, ছেলে সজীবুলের মৃত্যুর খবর শোনার পর থেকেই কাঁদতে কাঁদতে বারবার মুর্ছা যেতে থাকেন বাবা মো: দাউদ মোল্লা। নিকটজন ও স্থানীয় লোকজন তাঁকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ছেলের শোকে তিনি চরম অসুস্থ হয়ে পড়েন। পর রাত পৌনে ১২টার দিকে বাড়িতেই স্ট্রোকে মারা যান তিনি।

বিজ্ঞাপন

সজিবুল ইসলামের মা ছেলে ও স্বামীকে হারিয়ে, স্ত্রী স্বামী সজিবুলকে হারিয়ে এবং স্বজনেরা স্বজন হারিয়ে বাকরুদ্ধ হওয়ার উপক্রম।

নিহত সজিবুলের বড়ভাই রকিবুল ইসলাম বলেন, এটা পরিকল্পিত হত্যা। আমার ভাইকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। জাহাজের কর্মচারী আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে এক জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। এটাও সাজানো বলে মনে হচ্ছে আমাদের। আমরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। এর সঠিক তদন্তপূর্বক ব্যবস্থার দাবী জানাই।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, জাহাজে হত্যার শিকার সজিবুলের বাবা দাউদ মোল্যার মৃত্যুর সংবাদ রাতেই জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।