গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৫৭ ঘর

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি আবাসিক কলোনিতে আগুন লেগে ৫৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কোনাবাড়ি কাশিমপুর সড়ক এলাকার এমএম গার্মেন্টসের বিপরীত পাশে মাজার সংলগ্ন শহিদ কাজী, মেরাজ হোসেন ও খুশি বেগমের টিনশেডের তিনটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খবর পেয়ে কোনাবাড়ি ও চৌরাস্তার মর্ডান ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বাড়ির ৫৭টি কক্ষে ভাড়াটিয়া ও বাড়ির মালিকের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।