জমিনই যেন তাদের খাবারের বিছানা
শীতের মিষ্টি রোদের মধ্যে হাওরের মধ্যে বসে খাবার খাচ্ছেন কিছু শ্রমজীবী মানুষ৷ শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। ভোরবেলা থেকে টানা কাজ করতে করতে বেলা গড়িয়ে দুপুর হয়েছে৷ গামছা দিয়ে মাথার ঘাম মুছে হাত পায়ের কাদামাটি ধুয়ে বসছেন দুপুরের খাবার খেতে৷ ফসলের জমিনই যেন তাদের বিছানা৷
কেউ গামছা বিছিয়ে আবার কেউ মাটির মধ্যে বসেই খাবার খাওয়া শুরু করেছেন৷ মাঝেমধ্যে বিভিন্ন কথাবার্তা চলছে তাদের মধ্যে৷ আনন্দ সাথে পরম তৃপ্তির ঢেকুর তাদের মধ্যে৷ নেই বড় কোনো চাওয়া পাওয়া। আপন মনে নিজেদের কাজ এবং মাঝে মধ্যে খোশগল্প তাদের বিনোদন৷ দেশের পরিস্থিতি বা শহরের রাজনীতি যেন তাদের স্পর্শ করে না৷
কিশোরগঞ্জের হাওর অঞ্চলে সরেজমিনে ঘুরে এমন দৃশ্য এখন চোখে পড়ছে অহরহ৷ পানি শুকিয়ে যাওয়ার পর এখন পুরোদমে চলছে বোরো ধান রোপণের কাজ।
কৃষকেরা ভোরে নাস্তা খেয়ে চলে আসেন ফসলের মাঠে৷ সাথে নিয়ে আসেন দুপুরের খাবারও। মাঠের মধ্যে আপন মনে সেই খাবার তৃপ্তি নিয়ে খান তারা।
জমিতে কাজ করা শ্রমিক আব্দুল কাদির, সবুজ মিয়া, কাল চান বার্তা২৪.কম-কে বলেন, ‘আমরা দিন আনি, দিন খাই। বড় কিছু চাওয়া পাওয়ার চিন্তা আমাদের মধ্যে নাই। কাজ করার পর দুপুরে একসাথে বসে খাবারটা আমাদের ক্লান্তি দূর করে দেয়৷ আমরা যারা কাজ করি তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা খুবই শক্ত।’