‘শেখ হাসিনাকে ফেরাতে উত্তর না পেলে ফের ভারতকে তাগিদ’
শেখ হাসিনাকে ফেরাতে স্বাভাবিক সময়ের মধ্যে জবাব না পেলে দিল্লিকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে সরকারি চ্যানেলে এখন পর্যন্ত কোনো উত্তর পায়নি। মিডিয়াতে কি এসেছে তা আমরা আলোচনা করব না। আমরা ভারতের উত্তরের অপেক্ষা করবো। উত্তর পেলে সে অনুযায়ী বাংলাদেশ ব্যবস্থা নেবে। সঠিক সময়ের মধ্যে দিল্লি উত্তর না দিলে আবারও চিঠি দেওয়া হবে।
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে গতকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বিচারের প্রক্রিয়ার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক নোট পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এরপর শেখ হাসিনাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো কূটনৈতিক নোট দিল্লি গ্রহণ করেছে বলে নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ব্যাপারে তিনি বলেন, ‘প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক নোট বাংলাদেশ হাইকমিশন থেকে পেয়েছি। তবে, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য নয়।’
এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো জানান, মিয়ানমারে ১৭টির মধ্যে ১৩টি শহর দখলে নিয়েছে আরাকানা আর্মি। মিয়ানমারের চলমান অস্থিরতা মধ্যে বাংলাদেশ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্তক রয়েছে বাংলাদেশ। ৪ লাখ রোহিঙ্গা রাখাইনে অবস্থান করতো তাদের মধ্যে থেকে কতজন সীমান্তে অপেক্ষামান তা বলা মুশকিল বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।