রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো বসতঘর, নিহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আগুনে অন্তত হাজরো বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট, সি-৫ ব্লক সিআইসি অফিসের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বার্তা২৪.কম-কে জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশু ও বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেছে সেনাবাহিনী ও ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন তার তথ্য জানায়নি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়।