মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল মামুনের
প্রায় তিন মাস আগে বিয়ের পিঁড়িতে বসেন আব্দুল্লাহ আল-মামুন (৩১)। তার হাতে এখনো বিয়ের মেহেদির রং লেগে আছে। সে রং শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নান্দাইল-কেন্দুয়া আঞ্চলিক সড়কের বাঁশহাটি এলাকায় মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে সড়ক আব্দুল্লাহ আল-মামুন (৩১) নিহত হন। নিহত মামুন কিশোরগঞ্জে গাইটাল এলাকার আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উপসহকারী প্রাণী কর্মকর্তা হিসাবে কর্মরত। প্রতিদিন তিনি মোটরসাইকেলযোগে কর্মস্থলে যেতেন। মঙ্গলবার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল কেন্দুয়া যাওয়ার পথে নান্দাইল-কেন্দুয়া আঞ্চলিক সড়কের বাঁশহাটি এলাকায় মোটরসাইকেলের সাথে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মামুন গুরতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত মামুনের বোন জামাই মারুফ জানান, প্রায় তিন মাস আগে আল-মামুন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ে করেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে নিজ বাসা গাইটালে মা-বাবার সঙ্গে বসবাস করতেন। এই শীতে কথা ছিল স্ত্রীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাবেন। দিনক্ষণও ঠিকঠাক ছিল। কিন্তু এর আগেই না ফেরার দেশে চলে গেলেন।
নান্দাইল থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় ময়নাতদন্ত না করেই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।