এবার তিতুমীরের সামনের সড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তিতুমীর কলেজ

তিতুমীর কলেজ

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় এবার ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এর আগে, বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর মহাখালী এলাকার রেলপথ ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আশপাশের এলাকার সড়কেও। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।

বিজ্ঞাপন

এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে এবং আহত হয়েছেন ট্রেনে থাকা শিশুসহ কয়েকজন যাত্রী।

হামলার ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, আন্দোলনকারীদের পাথরের আঘাতে একজন পুরুষ, মহিলা সরাসরি আহত হয়েছেন। এছাড়া রক্তাক্ত অবস্থায় একজন শিশুকেও দেখা গেছে।