বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বগুড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার কিচক ধোপাপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে ওই গৃহবধূ আত্মহত্যা নাকি খুন হয়েছেন তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে।
নিহতের নাম লিমা বেগম। তিনি ওই এলাকার দিনমজুর মাসুদের স্ত্রী। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শুকুর আলী।
নিহত লিমার পরিবারের অভিযোগ, লিমার স্বামী মাসুদ খুন করে পালিয়েছে। লিমার বড় বোন অভিযোগ করে জানান, মাসুদ মাদকাসক্ত। লিমাকে প্রথমে বিয়ে করলেও এরপর সে আরও তিনটি বিয়ে করে। এই নিয়েই পারিবারিক ঝামেলা ছিল। গতকাল শুক্রবার বিকালে লিমাকে ফোনে হুমকি দিয়েছিল মাসুদ। সে রাতে এসে লিমাকে হত্যা করে পালিয়ে গেছে।
পুলিশ কর্মকর্তা শুকুর আলী বলেন, নিহতের বাম হাতে আঘাতের চিহ্ন আছে। এছাড়া তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে স্বামী মাসুদ বাড়িতে আসার তথ্য পাওয়া যায়নি। যেহেতু শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তাই মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি আত্মহত্যা নাকি হত্যা এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।