সিলেটে ৬ ট্রাক চিনি জব্দ, আটক ১
শুল্ক ফাঁকি দিয়ে সিলেটের এয়ারপোর্ট এলাকায় ৬ ট্রাক চিনি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।
বুধবার (৬ নভেম্বর) ভোর বেলা সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি পুলিশের ইন্সপেক্টর রাসুল সান্দানি আজাদের নেতৃত্বে এয়ারপোর্ট সড়কের ন্যাশনাল চা-বাগান এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় ছয়টি ট্রাকে চিনির চালান জব্দ করে এয়ারপোর্ট থানা কম্পাউন্ডে নেওয়া হয়।
আটক করা হয়েছে ট্রাকের হেলপার ও সুনামগঞ্জের দিরাই থানার নগদিপুর গ্রামের মো.জমির হোসেনের ছেলে মো.হাসান (১৯)।
বুধবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
৬টি ট্রাক থেকে ৬৯০ বস্তা চিনি ও ৬০ হাজার টাকার ভারতীয় জিরা জব্দ করা হয়। যার বাজারমূল্য ৪১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উল্লেখ করা হয়। পুলিশ জানিয়েছে, এই চিনির মালিক জনৈক হোসেন আহমদ।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছয়টি ট্রাক চিনি ও জিরা জব্দ করা হয়। এই ঘটনায় আটককৃত ও অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৫, তাং-০৬/১১/২০২৪ খ্রিঃ।