ধামরাইয়ে মাদক ব্যবসায়ী মোরশেদ আটক
ঢাকা জেলার ধামরাইয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হোরোইনসহ মো. মোরশেদ (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. মোরশেদ ধামরাইয়ের আমতা ইউনিয়নের কাচা রাজাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে গোপন খবরের ভিত্তিতে রাজাপুর এলাকায় অভিযান চালানো হয়। তাদের দেখে হেরোইনসহ অবস্থান করা মো. মোরশেদ পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। এ সময় তার কাছে ৫০ পুরিয়া হেরোইন পাওয়া যায়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, আমি আমতা ইউনিয়নের দায়িত্বে রয়েছি। গোপন সংবাদে জানতে পারি, মাদক সম্রাট মোরশেদ আলী হেরোইন বিক্রির জন্য ওই এলাকায় অবস্থান করছে। দেখার সঙ্গে সঙ্গে আমরা তাকে ঘেরাও করি। তখনই সে দৌড়ে পালানোর চেষ্টা করে। আমিসহ আমার সঙ্গীয় ফোর্স তার পেছনে দৌড়ে কয়েক মিটারের মধ্য থেকেই তাকে আটক করে ফেলি। এরপর তাকে হ্যান্ডকাফ পরাই। এরপর সবার সামনে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন পাই। তাকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমি গেল এক সপ্তাহ আগে ধামরাই থানায় যোগ দেই। এরইমধ্যে দুটি মাদক সংক্রান্ত আসামি গ্রেফতার করি। এছাড়া জুয়ারিও গ্রেফতার করেছি। ধামরাইয়ে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।